শরীয়তপুরে বিএনপি'র নেতার বাড়িতে হামলা ও ভাংচুর

শরীয়তপুরের বিএনপি নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর।

 

 

 

শরীয়তপুর সদর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নীলকান্দি গ্রামের বাসিন্দা ও ওয়ার্ড বিএনপির সভাপতি শাখাওয়াত সিকদার এবং তার ভাইদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। 

গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বিএনপি নেতা শাখাওয়াত সিকদার ও তার ভাতিজা সাবেক ছাত্রদল নেতা রনি সিকদার জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট নিয়ে ইউসুফ সিকদারের ছেলে তামিম সিকদার ও তানভীর সিকদারের সঙ্গে স্থানীয় রবিন মোল্যা, রানা মোল্যা, জাকির মোল্যা ও রাজা মোল্যা সহ কয়েকজনের সঙ্গে বাতবিতান্ড হয়। এরই ধারাবাহিকতায় ওই রাতেই শরীয়তপুর পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাখাওয়াত সিকদার, ইউনুস সিকদার,ইউসুফ সিকদার, মনির সিকদার ও রুহুল সিকদারের বাড়িঘরে হামলা ও লুটপাট করে তারা। এসময় প্রায় ৫ লাখ নগদ টাকা ও ১২ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় হামলাকারীরা।এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

অন্যদিকে রানা মোল্যা বলেন, ঘটনার সময় আমি শরীয়তপুর শিল্পকলা একাডেমীতে দলীয় একটি ইফতার মাহফিলে ছিলাম। তবে গিয়ে শুনেছি, গত ৫ আগস্টের আগে বিএনপির সভাপতি শাখাওয়াত সিকদারের ভাতিজারা আমার চাচা শরীয়তপুর পৌরসভা বিএনপির সাবেক সহ-সভাপতি খায়ের মোল্যার ছেলে রবিন মোল্যার ওপর হামলা করেছিল। শুক্রবার রাতে বাকবিতন্ড হয়েছে। তবে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেনি।

এ ব্যাপারে পালং মডেল থানার ওসি হেলাল উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি। তবে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

 

RELATED post