
শরীয়তপুরে পদ্মা নদীতে বাল্কহেড ডুবির ঘটনায় ২ জন নিখোঁজ
- By |
- March 12th, 2025 |
- দুর্ঘটনা
শরীয়তপুরে পদ্মা নদীতে বাল্কহেড ডুবে ২ জন নিখোঁজ
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের মূলফৎগঞ্জের পদ্মা নদীতে নোঙর করা জিও ব্যাগবোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে। এতে বাল্কহেডের ভেতর ঘুমিয়ে থাকা দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ দুই শ্রমিকসহ বাল্কহেডটির সন্ধান এখনো মেলেনি।
গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২ টার দিকে নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের মুলফৎগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ঘাটে নোঙর করা বাল্কহেডটি দড়ি ছিঁড়ে ডুবে যায়। মুহূর্তের মধ্যেই ঘাটের মধ্যে থাকা লোকজন ও অন্যান্য জেলেরা চেষ্টা চালায় ঘুমিয়ে থাকা শ্রমিকদের উদ্ধারের জন্য কিন্তু নদীতে প্রচুর পানি ও স্রোত থাকায় সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিস ও ঘাটের স্থানীয় বাসিন্দারা জানায়, মহসিন এক্সপ্রেস নামের ওই বাল্কহেড জিও ব্যাগ নিয়ে নড়িয়ার কেদারপুর এলাকার পদ্মা নদীর পাড়ে নোঙর করা ছিল। বাল্কহেডটির সামনের অংশের জিও ব্যাগ নামানো হলেও পেছনের দিকে বোঝাই ছিল। এতে পেছনের দিকে অতিরিক্ত চাপ থাকায় গতকাল রাতে নোঙর করা বাল্কহেডটির রশি ছিঁড়ে মুহূর্তেই পানির মধ্যে তলিয়ে যায়। এ সময় বাল্কহেডের ভেতরে ঘুমিয়ে থাকা দুই কর্মচারী নিখোঁজ হন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল করলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিস। কিন্তু ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন কোন উদ্ধার কাজই শুরু করতে পারেনি। তবে শরীয়তপুরে ডুবুরি দল না থাকায় ভোররাতে মাদারীপুর থেকে একটি ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রম শুরু করে। কিন্তু ডুবুরি দল উদ্ধার কার্যক্রমে ব্যর্থ হয় তারা চেষ্টা করেও কোন লাশের ও বাল্কহেড সন্ধান পায়নি।