
পদ্মা সেতুর উপর অ্যাম্বুলেন্স ও বাস এর মধ্যে সংঘর্ষ।
- By Ripon |
- February 17th, 2025 |
- দুর্ঘটনা
পদ্মা সেতুর উপর অ্যাম্বুলেন্স ও বাস এর মধ্যে সংঘর্ষ।
শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন ৩০ নম্বর পিলার এলাকায় পদ্মা সেতুর উপর বাসের ধাক্কায় অ্যাম্বুলেন্স দুমড়ে-মুচড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ জন গুরুতর আহত হয়েছেন।
আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি ) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সুত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ভাঙ্গাগামী ইলিশ পরিবহনের একটি বাস অতিরিক্ত গতিতে চলার সময় সামনে থাকা একটি অ্যাম্বুলেন্সকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা পাঁচজন যাত্রী গুরুতর আহত হন।