
শরীয়তপুরে নছিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- By |
- March 12th, 2025 |
- দুর্ঘটনা
শরীয়তপুরে নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত।
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার চাকধ ইউনিয়নের নয়াকান্দি এলাকায় নসিমনের ধ্বাকায় মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
বুধবার (১২ মার্চ) শরীয়তপুর নড়িয়া উপজেলার চাকধ ইউনিয়নের নয়াকান্দি এলাকায় ২.০০ টার সময় দুর্ঘটনা ঘটলে ঔষধ কোম্পানি রেডিয়েন্ট এর রিপ্রেজেন্টিভ রতন কুমার ঘোষ দুর্ঘটনার স্থানেই নিহত হয়।
নিহত ব্যাক্তি হলেন সাতক্ষীরা জেলার তালা উপজেলার সরুলিয়া গ্রামের চিত্তরঞ্জন ঘোষ এর পুত্র রতন কুমার ঘোষ। নিহত ব্যক্তি ঔষধ কোম্পানি রেডিয়েন্ট এর রিপ্রেজেন্টিভ হিসেবে নড়িয়াতে কর্মরত ছিলেন।
কয়েকজন স্বজন ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, দুপুরে নিয়মিত কাজের অংশ হিসেবে উপজেলার গোলার বাজার থেকে নড়িয়ার দিকে যাচ্ছিলেন। চাকধ নয়াকান্দি এলাকায় নসিমন এর পিছন থেকে মোটরসাইকেলটি ওভারটেক করতে গেলে নসিমন মোটরসাইকেলকে ধাক্কা দেয় কিন্তু বিপরীত দিক থেকে আসার অটো মোটরসাইকেল আরোহীর মাথার উপরে উঠিয়ে দেয়। ফলে মাথা ও বুকে চাপ লেগে যায়। এবং সে অটোর ড্রাইভার সোহেল নিজে দুর্ঘটনায় পতিত রতন কুমার ঘোষ কে নিয়ে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কিন্তু কর্তব্যরত চিকিৎসক ডাঃতাসনুভা মাহমুদ তাকে মৃত ঘোষণা করে বলেন।