
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ
- By |
- March 9th, 2025 |
- শিক্ষা
শরীয়তপুরে শিক্ষার্থীদের চাপে প্রধান শিক্ষকের পদত্যাগ
শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরপায়াতলী অবস্থিত "ইউরো বাংলা ফাউন্ডেশন মডেল স্কুল" এর প্রধান শিক্ষক শিক্ষার্থীদের বিক্ষোভে মুখে পদত্যাগ করেছেন।
রবিবার ৯ ই মার্চ দুপুর ১২ টায় ইউরো বাংলা ফাউন্ডেশন মডেল স্কুলের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন এর পদত্যাগ সহ ১১ দফা দাবিতে স্কুল ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশ করে। এসময় সাধারণ শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ আসবাবপত্র ভাঙচুর করে। স্কুলের প্রশাসনিক ভবনের মূল গেট তালা মেরে শিক্ষক কর্মচারীরা ভেতরে অবস্থান করে এ সময় অন্যান্য শিক্ষকরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করলেও তারা কোনোভাবেই শান্ত হয়নি। শিক্ষার্থীদের ১১ দফা দাবির মধ্যে অন্যতম হচ্ছে প্রধান শিক্ষকের পদত্যাগ, মানসম্মত শিক্ষা পাঠদান, ক্লাস রুমে পর্যাপ্ত লাইট ফ্যান এর ব্যবস্থা, দক্ষ শিক্ষক মন্ডলী নিয়োগ প্রদান ইত্যাদি। নাম না প্রকাশ করার শর্তে এক শিক্ষার্থী বলেন আমাদের প্রধান শিক্ষক খুবই ভালো একজন স্যার তিনি ওনার দায়িত্ব খুব ভালোভাবেই পালন করে আসছে। আমাদের কিছু পুরনো শিক্ষক রয়েছেন যাদের পরোক্ষ সমর্থনে কিছু বিপথগামী শিক্ষার্থী আন্দোলনের নামে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেছে। প্রতিষ্ঠানটির অন্যান্য শিক্ষকদের সাথে আলোচনা করে জানা যায়, প্রধান শিক্ষক জসীমউদ্দীন স্যার খুবই ভালো একজন মানুষ। তিনি খুব দক্ষ ভাবেই তার প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এবং আমাদের সহকর্মী হিসেবে তিনি খুবই সহযোগিতা পরায়ন আমরা কখনোই আমাদের সহকর্মী প্রধান শিক্ষক এর পদত্যাগ প্রত্যাশা করিনা কিন্তু স্যার কিছু উশৃঙ্খল শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন যা মোটেও কাম্য নয়। প্রতিষ্ঠানের সদ্য পদত্যাগকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। শরীয়তপুর সার্কেল এসপি এর নেতৃত্বে ভেদরগঞ্জ ও সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা পরিবেশ শান্ত করে শিক্ষার্থীদের বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করে। ইউরো বাংলা ফাউন্ডেশন মডেল স্কুল এর প্রতিষ্ঠাতা ব্যবসায়ী মিয়া মোঃ নুরুল ইসলাম বলেন শিক্ষার্থীদের দাবি-দাওয়া যদি থাকে আমরা অবশ্যই তা পূরণ করব তার জন্য শিক্ষার্থীদের বিশৃঙ্খলা সৃষ্টি করে শিক্ষকদের অপমান করা ঠিক না। শিক্ষার্থীদের যদি বাহিরের কেউ ইন্দন দিয়ে থাকে তাহলে আমরা তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।