শরীয়তপুরের সখিপুর মাষ্টার ঘাটে অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার।

শরীয়তপুরের সখিপুর মাষ্টার ঘাটে অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার।

শরীয়তপুরের সখিপুরের মাষ্টার ঘাট এলাকায় এক অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

স্থানীয়রা জানান, সকালে মাষ্টার ঘাট এক ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় হবে।

সখিপুর থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওবায়দুল হক জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানায়, লাশটি সকাল থেকে খেতে পড়ে ছিল বলে ধারণা করা হচ্ছে। তারা তদন্ত করে দেখছে এটি হত্যা নাকি দুর্ঘটনা।

RELATED post